ডাকসুতে বিজয়ী মাহবুবুর রহমানকে মুরাদনগর ছাত্র ফোরামের সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫ ১০:০৩ এএম
মাজহারুল ইসলাম নাঈম, মুরাদনগর।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল সংসদ নির্বাচনে মাস্টারদা' সূর্য সেন হলে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ মুরাদনগর ছাত্র ফোরাম।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ঢাকা মহানগর দক্ষিণ NDF অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুরাদনগরের কামাল্লা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় নিজ এলাকার এই কৃতী সন্তানকে সম্মান জানাতে এই সংবর্ধনার আয়োজন করে মুরাদনগর ছাত্র ফোরাম।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনটি যেমনি আমার জন্য সম্মানের তেমনি এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য দায়বদ্ধতার। আল্লাহ রব্বুল আলামীন আমাদের বিজয় দান করেন, আমাদের সম্মানিত করেন, আমাদের অপমান করেন এটা তাঁর ফয়সালার অংশ। এই সম্মানিত করা নিজেকে এগিয়ে নেওয়ার পথ খুলে দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মানতা স্মারক তুলে দেন কুমিল্লা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো: ইউছুফ সোহেল। ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু নছর মোহাম্মদ ইলইয়াস, বাঙ্গরা বাজার থানার আমীর মাষ্টার আবদুর রহিম এবং মুরাদনগর ছাত্র ফোরামের সভাপতি ডা. এবিএম আল আমিন ।
সেসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম সাইফুল, মুরাদনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, মুরাদনগর দক্ষিণ সভাপতি আরিফুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা সভাপতি সাঈদ এবং ঢাকাস্থ মুরাদনগরের শতাধিক ব্যক্তিবর্গ।
বক্তব্যে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের বিভিন্ন পন্থা তুলে ধরেন।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?