কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জুন, ২০২৫ ১৪:৩৭ পি এম

“মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫”-এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লাঙ্গলকোট উপজেলার মকতলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহেদী। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সংগঠনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি সদস্যকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং ন্যূনতম দুটি চারা বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি শাখাভিত্তিক সচেতনতামূলক র্যালি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ, এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণের পর সেগুলোর সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার জন্য প্রয়োজনীয় তত্ত্বাবধান নিশ্চিত করা হবে। চাষযোগ্য জমির আশেপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ব্যতীত কোনো স্থানে গাছ না লাগানোর দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
সংগঠনটি সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
- কুমিল্লা বোর্ড: এসএসসির মানবিকে ফল বিপর্য়ের নেপথ্যে
- এসএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ
- জমজম ট্রাভেলসের আয়োজনে কুমিল্লায় হজ্ব সেমিনার
- কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির
- ফের টালমাটাল জাতীয় পার্টি
- দেবিদ্বারে এনসিপির সমন্বয়ক কমিটিতে সাবেক স্বেচ্ছােসেবক লীগ নেতা!
- কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে ৪৭ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বিজিবি
- হাসনাত বললেন- চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা
- কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জলিল মিয়া গ্রেফতার
- শোকাবহ আশুরা আজ
