শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার  কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
  • ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির

    ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
    ছবি/কুমিল্লা মেইল

    ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কর্মচারী ও প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবির। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগে কলেজ ছাত্র শিবির এই কার্যক্রম আয়োজন করে।

    সোমবার ২০ জানুয়ারি রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারী ও প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের অফিস সম্পাদক মাঈন উদ্দিন মোহন,দাওয়াহ ও মাদরাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, । এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবিরের সভাপতি আবদুর রাকিব, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,সাহিত্য সম্পাদক আব্দুল আউয়ালসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

    ছাত্র শিবিরের এই উদ্যোগ সাধারণ কর্মচারী ও প্রহরীদের মাঝে প্রশংসিত হয়েছে। তারা ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


    add