শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫,

শিরোনাম :
  • সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট  বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর  উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির কুমিল্লায় বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের  নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ  কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে   আলোচনা সভা ও দোয়া মাহফিল কী করতে চায় জামায়াত চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন
  • রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা

    রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা
    ছবি- কুমিল্লা মেইল

    জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও  নিহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রূপসী বাংলা কলেজ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক আবু রায়হান। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. ইয়াসিনুর রহমান। রূপসী বাংলা কলেজ নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: ইয়াসিনুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতার রক্ষা করতে হবে, সবসময় দেশের যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে,এবং সবধরনের বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের এক হয়ে লড়াই করার আহ্বান জানান। প্রাধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলার সমন্বয় আবু রায়হান বলেন শহীদ ও আহতদের স্মরণে এমন আয়োজন সবসময় করা প্রয়োজন,যেনো আগামী প্রজন্ম এই স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে এবং তাদের স্মরণ করে সবসময় সবরকম অন্যায় ও বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশের যেকোনো দূর্যোগে ঝাপিয়ে পড়ে সবসময় দেশের মানুষের উপকারে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্রোহের গান, কবিতা আবৃত্তির মধ্যো দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
     


    add