বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, , ২৬ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যে প্রস্তাব বিএনপির কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা  চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময় জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা স্কাউট মানবতার কল্যাণে কাজ করে দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী নিহত পত্রিকা অফিসে ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা নাহিদের হুঁশিয়ারি
  • কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা 

    কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা 
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার বাঙ্গরাবাজার থানায় বিএনপি ও ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী অলি মিয়া স্থানীয় হাটাশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে। এ ব্যাপারে গত ২০ নভেম্বর বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার সিআর নং ৯৭৫/২৪। এতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলেন হাটাশ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আসিকুর রহমান সাগর (২০), মৃত আলফাজ মিয়ার ছেলে রুক্কু মিয়া (৪৫) , মৃত ফুল মিয়ার ছেলে মো. জয়নাল মোল্লা (৪২), খোরশেদ আলমের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে মনির হোসেন (৪৫)। মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামিরা বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘ দিন রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী  অলি মিয়ার কাছেও বিভিন্ন সময়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তবে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও জানান তিনি। এ কারণে ওই চক্রটি তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তাই গত ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় স্থানীয় ডাচবাংলা ব্যাংকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে যাওয়ার পথে হাজী বাড়ি মোড়ে পৌঁছা মাত্র আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যান। হামলার শিকার ব্যবসায়ী জানান আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ ড্রেজার ব্যবসা ও মাদক ব্যবসায় সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। তিনি তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন। অবশ্য এ ব্যাপারে বাঙ্গরাবাজারর থানার ওসি ও আসামিৎদের সাথে টেলিফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
     


    add