বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, , ২৬ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যে প্রস্তাব বিএনপির কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা  চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময় জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা স্কাউট মানবতার কল্যাণে কাজ করে দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী নিহত পত্রিকা অফিসে ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা নাহিদের হুঁশিয়ারি
  • দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা

    দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা
    ছবি- কুমিল্লা মেইল

    বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আপনাদের আহবান জানাচ্ছি আওয়ামী ফ্যাসিস্টদের পতনে আমরা যে ভাবে এক হয়েছিলাম ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকবো। আমাদের মধ্যে যদি কোন বিভাজন থাকে তাহলে এর সুযোগে আবারও আওয়ামী ফ্যাসিস্টরা পূণর্বাসিত হবে। যদি ফ্যাসিস্টরা পূণর্বাসিত হয় তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কখনো বাস্তবায়ন সম্ভব হবে না। এজন্য আমাদের যেটি প্রয়োজন, সকল শ্রেনী পেশার মানুষ এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে অবশ্যই এক থাকতে হবে। 

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মঙ্গলবার সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

    স্মরণসভায় তিনি আরো বলেন আমাদের এই অন্তবর্তীকালীন সরকারের সবচেয়ে বড়শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। এই ঐক্যটিও আমাদের ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোন ফর্মে পুনর্বাসিত না হতে পারে এ বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিনহাজ উদ্দিন। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহীন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হাসান নাহিদ, মোহতাদির জারিফ সিক্ত। আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদের মাগফেরাত ও আহদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌরগণ পাঠাগার পরিদর্শন করেন এবং ৭ শতাধিক বই উপহার দেন। বিকালে উপজেলাপরিষদ হল রুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

     


    add