জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ১৭:৫৩ পি এম
কেন্দ্র ঘোষিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। বুধবার (২৭ নভেম্বর ) দুপুর আড়াইটায় নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে- আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের ঠাঁই নেই ও ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শিবিরের সুশৃ্ঙ্খল মিছিলকে হাত নেড়ে অভিবাদন জানান পথচারী ও ব্যবসায়ীরা। মিছিলটি কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে মিলিত হয়। মহানগর শিবির সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাছান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ ও ফ্যাসীবাদকে পুনর্বাসন করার জন্য একটি মহল উঠে-পরে লেগেছে। অথচ জুলাই শহীদদের পরিবার এখনও আতঙ্কগ্রস্ত। তারা বিচার পাবে কিনা অনিশ্চিত। গণহত্যার দোসরদের বিচারক আজ ধীরগতি সম্পন্ন। খুনি হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা বলেন- ইসলামী ছাত্রশিবিরের স্থান হলো পড়ার টেবিল এবং শিক্ষা প্রতিষ্ঠান। কিন্ত কোনো মহল জুলাইয়ের অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাইলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে। জুলাই এবং আগস্টের চেয়ে আরও দ্বি-গুণ শক্তি নিয়ে অপশক্তিকে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
- প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যে প্রস্তাব বিএনপির
- কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা
- চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময়
- জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা
- স্কাউট মানবতার কল্যাণে কাজ করে
- দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা
- চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী নিহত
- পত্রিকা অফিসে ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা নাহিদের হুঁশিয়ারি