ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ০০:৩৬ এএম
কলেজ প্রতিনিধি ।। সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদও জানায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় কলেজের কাজী নজরুল ইসলাম হলের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে যোগদেয় শত শত সাধারণ জনতা।
এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ভারতীয় দালালরা-হুঁশিয়ার সাবধান, ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না, আমার ভাই মরলো কেনো জবাব চাই, জবাব চাই এসব স্লোগানগুলো উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস এলাকা।
মিছিলটি ভিক্টোরিয়া কলেজ রোড দিয়ে ধর্মপুর মোড়ে হয়ে দৌলতপুর চৌমুহনীতে যায়। পূণরায় সেখান থেকে কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে শেষ হয়। মিছিলটি হল থেকে বের হওয়ার পরপরই আশেপাশের শতশত জনতা মিছিলে যোগ দিলে তা আরও দীর্ঘ হয়।
বিক্ষোভ মিছিল শেষে কলেজে এক শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই মিছিলটি কোনো ধর্ম বিষয়ক নয়। আমরা কখনো উগ্রবাদীদের সমর্থন করি না। আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নির্মুল করা হোক। আজ চট্টগ্রামে যে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
- প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যে প্রস্তাব বিএনপির
- কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা
- চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময়
- জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা
- স্কাউট মানবতার কল্যাণে কাজ করে
- দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা
- চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী নিহত
- পত্রিকা অফিসে ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা নাহিদের হুঁশিয়ারি