বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি

    কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
    ছবি/সংগৃহীত

     কুমিল্লা মেডিকেল কলেজে একাধিক শিক্ষার্থীকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনার প্রায় ৯ মাস পর ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একজনকে কুমেক ক্যাম্পাসে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ওই শাস্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম।তবে শাস্তি  পাওয়া শিক্ষার্থীদের দাবি এর নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে। যদিও অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।

    কলেজ সূত্রে জানা যায়, বিভিন্ন মেযাদে শাস্তি পাওয়া ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হলেন- ২৫তম ব্যাচের হৃদয় রঞ্জন নাথ ও আনোয়ার হোসেন, ২৭তম ব্যাচের শহিদুল ইসলাম, জয় সরকার ও সামিউল হক, ২৮তম ব্যাচের শাইখ আবেদিন, তালুকদার মো. ফারহান ও তাহসিনুল হক, ৩০তম ব্যাচের আফ্রিদি ইসলাম ও ৩১তম ব্যাচের ইয়াসির জোনায়েদ। এর মধ্যে ক্যাম্পাসে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন ২৫তম ব্যাচের হৃদয় রঞ্জন নাথ। 

    খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাত ১২টায় কুমেকের গেটে তুচ্ছ ঘটনায় হৃদয় রঞ্জন নাথের নেতৃত্বে ২৯তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদ ত্বহাসহ ও আব্দুল মান্নান নামে দুই শিক্ষার্থীকে হেনস্তা করা হয়। এ সময় তাদেরকে শিবিরের নেতাকর্মী বলে পুলিশে দেয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয় ৩ মার্চ আবদুল মান্নানের মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। আর হাতবোমা দিয়ে মান্নানকে বিস্ফোরক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। এছাড়াও শাস্তি প্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে নানা অনৈতিক কাজে সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে।

     ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি যুক্ত থাকায় দীর্ঘদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির প্রায় ৯ মাস পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হলো।অবশ্য শাস্তি পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন মিথ্যা অভিযোগে সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাদেরকে শাস্তি দেয়া হয়েছে। আমরা তা মেনে নেবো না। এ বিষয়ে করণীয় নির্ধারণের চেষ্টা চলছে।

    কুমেক অধ্যক্ষ ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, গত সোমবার (১৮ নভেম্বর) সকালে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুয়ায়ী, ওই ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ হয়। এর পরই এ পদক্ষেপ নেয়া হয়েছে। অবিলম্বে শাস্তি কার্যকর হবে। তিনি জানান শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তদন্তে প্রমাণের পরই তাদের শাস্তির ব্যাপারে সুপারিশ ওঠে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

     

     


    add