রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, , ৬ জ্বমাদিউল সানি ১৪৪৬

শিরোনাম :
  • বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের কুবিতে খিচুড়ি পার্টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মতবিরোধ, পুলিশ সুপারকে প্রবেশে বাধা নামের কারণে বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে- কুমিল্লায় কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তথ্য-প্রযুক্তি খাতে বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো এক্সপার্ট আইটি পার্ক কুমিল্লায় জামায়াতের আমির ডা. শফিককে বরণে প্রস্তত নেতাকর্মীরা কুমিল্লার ধনুয়াখলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কুরআন প্রেমীদের ঢল রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা বাংলাদেশের ওপর কারও প্রভুত্ব মেনে নেয়া হবে না- কুমিল্লায় বরকত উল্লাহ বুলু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের অভিষেক
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লা ভিক্টোরিয়া  সরকা‌রি  কলেজের কবি নজরুল হল ইসলাম হলের ভেতরের ঝড়ে পরা  গাছ  টেন্ডার ছাড়াই কেটে বি‌ক্রি করার অ‌ভিযোগ উঠেছে। গাছ কাটা ও বি‌ক্রির জন্য টেন্ডার বা কোনো মি‌টিং বা রেজুলেশন করা হয়‌নি বলে জানা গেছে। রবিবার (১০ নভেম্বর ) সরেজমিনে ঘুরে দেখা যায় ,  নজরুল হলের পাশে পুকুর পারে ঝড়ে পড়ে থাকা গাছটি কেটে হল থেকে বাইরে এনে ভ্যান গাড়িতে উঠানো হয়। তাৎক্ষণিক হলের দায়িত্বরত শিক্ষককে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  জানা গেছে, সরকা‌রি বা বেসরকা‌রি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব জায়গার গাছ কাটার প্রয়োজন হলে বিক্রির জন্য নিলামে বা টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসনের অনুম‌তি প্রয়োজন হয়। এছাড়াও বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেয়া হয়। অথচ সেখানে এসব নিয়মের কোনো তোয়াক্কা করেনি প্রশাসন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গাছ কাটার বিষয়ে কোনো মি‌টিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই।  কবি নজরুল হলের দায়িত্বরত শিক্ষক, মো. নজরুল ইসলাম জানান, গাছটি ঝরে পড়ে যাওয়ার  কারণে  কলেজের এক কর্মচারী সেটি কেটে  বাড়িতে নিয়ে যাচ্ছিলো। আমাকে না জা‌নিয়ে সে গাছটি কেটেছে। এজন্য কোনো অনুম‌তি বা প্রশাসনকে জানানো হয়‌নি। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, আমাদের কাজ হচ্ছে গাছ মার্ক করে দাম নির্ধারণ করে দেয়া, তবে এ বিষয়ে কিছুই জানা নেই।


    add