কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪ ২৩:১৯ পি এম
নিজস্ব প্রতিবেদক।। শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন- পৃথিবীর শান্তিময় পরিবেশ ধ্বংসের জন্য দায়ী একমাত্র পাশ্চাত্য শক্তি। অথচ তারাই সর্বদা শান্তির মিথ্যা বুলি আওড়ায়। প্রকৃত শান্তি ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত শুধু ইসলামেই রয়েছে।আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের দিকেই ফিরে আসতে হবে। কুবি শিবিরের উদ্যোগে ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এসব কথা বলেন তিনি।শাখা সভাপতি হাফেজ ইউসুফ ইসলামীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মু. শফিউল্লাহ,কুবির সাবেক সভাপতি মু.শাহাদাত হোসাইন,ইমরান হাসান ও সামিউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন- নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন শিবিরের সাথে সম্পৃক্ত করার জন্য নয়।মূলত শিক্ষার্থীদের মধ্যে ইসলামের সুমহান আদর্শ প্রচারই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উপহার হিসেবে,কলম, টেবিল ক্যালেন্ডার,সার্টিফিকেট, শিবিরের সংক্ষিপ্ত পরিচিত এবং বিভিন্ন বই দেয়া হয়।এ সময় প্রায় ৩০০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান