চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪ ২২:০১ পি এম
কুমিল্লার চান্দিনায় একটি স্কুলের তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৯ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীর স্বজনরা। বিদ্যালয়ের ৯ম শ্রেণির অসুস্থ শিক্ষার্থী শাহিনুর আক্তার জানান,বাড়ি থেকে টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে এসে তারা সেগুলো বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখেন। সোমবার টিফিনের সময় তারা ওই টিফিন বক্স থেকে খাবার খাওয়ার সময় বিষের গন্ধ পান। একই সময়ে মীম ও মুন্নি নামে আরও দুইজন টিফিন বক্স খুলে বিষের গন্ধ পায়। কিন্তু তারা ভাতগুলো খায়নি। সে কিছুটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকরা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই শিক্ষার্থী আরও জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের কিছু ছাত্র একই বিদ্যালয়ের দুই শিক্ষককে জড়িয়ে তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলে। পেছন থেকে ঢিল ছুড়ে বিরক্ত করতো। শিক্ষার্থী শাহিনুর আক্তারের মা আকলিমা আক্তার জানান, বিদ্যালয়ে এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল জানান, শিক্ষার্থীরা বাড়ি থেকে ওই খাবার এনেছে। সেগুলো নিয়ে প্রাইভেটও পড়েছে।এখন ওই খাদ্যদ্রব্যে বিষ কোথা থেকে এসেছে তাও সঠিক বলা সম্ভব নয়।এছাড়াও খাদ্যদ্রব্যগুলো আমরা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি,সেখানে পরীক্ষা হয় না। ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছে। আমরা সেখানেই নিয়ে যাবো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ওই ছাত্রীকে আমরা বিষক্রিয়ার রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছি। তবে ওই খাদ্যদ্রব্য ল্যাব পরীক্ষা ছাড়া কোনো কিছুই বলা যাবে না। আমরা পরীক্ষার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করবো।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান