দেবীদ্বারের সাইতলায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ।
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৪ ২১:৪৫ পি এম
মো. তামিম হোসেন।। কুমিল্লার দেবীদ্বারের উপজেলার ভানী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২নং ভানী ইউনিয়নের সেক্রেটারি মোঃ সফিউল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১২নং ভানী ইউনিয়নের আমীর ইকবাল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের আমীর, অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ও কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি, সাইফুল ইসলাম শহিদ।
আরও বক্তব্য দেন দেবিদ্বার উপজেলার আমীর
অধ্যাপক শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আব্দুল আলিম সরকার। ১২নং ভানী ইউনিয়নের সাবেক পরিষদ সদস্য মাওলানা মোঃ গোফরানুল করিম, কটকসার ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওলানা শাহ আলম সরকার, ধামতি ইউনিয়নের আমীর মোঃ মহিউদ্দিন, সাইতলা আলহাজ্ব জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ ওমর ফারুখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ' বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। জামায়েত ইসলামের বাংলাদেশ চলবে ইসলামের দেখানো পথে। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্মানহানি হবেনা। কোনো ফ্যাসিবাদের দোসড় আর ধর্ষনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করতে পারবে না।
ফ্যাসিস্টরা বাংলাদেশের অর্থনীতিকে ধংস করে দিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন একটা সময় ছিলো যখন আমরা মুখ খুলে কান্নাও করতে পারতাম না, ন্যায়ের পক্ষ নিতে পারতাম না, তবে গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আজ আমরা জনসম্মুখে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং জামায়াতে ইসলামী একটি হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে।'
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান