বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • শিক্ষার্থীর শার্টের কলার চেপে-ধাক্কা দেয়ার অভিযোগ ভিক্টোরিয়ার অধ্যক্ষের বিরুদ্ধে

    শিক্ষার্থীর শার্টের কলার চেপে-ধাক্কা দেয়ার অভিযোগ ভিক্টোরিয়ার অধ্যক্ষের বিরুদ্ধে

    কলেজ প্রতিনিধি।। শিক্ষার্থীর শার্টের কলার চেপে ধরার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এসময় ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়ার ঘটনাও ঘটে। এ বিষয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখার মাঠে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে অভিভাবক হয়ে সন্তানদের শাসন করেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।

    অভিযুক্ত শিক্ষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা। ওই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন।

    শিক্ষার্থী ও কলেজের সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মাঠে খেলছিল শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা শিক্ষার্থীদের বাধা দেন। কথা না শুনে শিক্ষার্থীরা তাদের খেলা অব্যাহত রাখছিলেন। এসময় শিক্ষার্থীদের সাথে তর্কে জরিয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি গণিত বিভাগের শিক্ষার্থী শাওনকে কলার চেপে ধরে ধাক্কা দেন।

    শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থীরা যেনো অধ্যক্ষের কক্ষে না প্রবেশ করে, এমন ঘোষণা দেন। এছাড়াও বিগত সময়ের অপরাধের বিচার করার বিষয়ে কোন অগ্রগতি নেই তার। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি জানালেও কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।

    ভুক্তভোগী শিক্ষার্থী গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন বলেন, মাঠে খেলার এক পর্যায় অধ্যক্ষ এসে বাধা দিলে আমরা বলছিলাম; কলেজ মাঠে না খেললে আমার আর কোথায় খেলবো? বিগত দিনে কলেজ প্রশাসন থেকে কোনো বাধা আসেনি। এ কথা বলাতে রাগে কলার চেপে ধরে ধাক্কা দেন তিনি।

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, ছেলেটা গোল কিপার ছিল। সে একটু মেজাজ দেখিয়েছে। মা-বাবা হিসাবে আমরা কি ইয়ে.... করতে পারি না? তাছাড়া তখন তাদের ক্লাস না থাকলেও অন্যদের ক্লাস ছিল। এভাবে ক্লাস চলাকালীন মাঠে খেলাধুলা করলে অন্যদের সমস্যা হয়। তাছাড়া ছেলেটাকে পরে ডেকে বিষয়টা সমাধান করেছি।


    add