সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে পরিবেশ মনস্ক ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ার আহ্বান মতিন সৈকতের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ মে, ২০২৪ ০৮:২০ এএম
প্রতিমাসে নিয়মিত সাহিত্য সভার আয়োজন করে আসছে দূর্বাঘাস সাহিত্য সংসদ। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ মে) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বড়গোয়ালী গ্রামের তালুকদার বাড়ির গাছতলায় সৃজনশীল আড্ডা এবং সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মিজান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশ সংগঠক ও সাহিত্যিক অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চা মাধ্যমে পরিবেশ মনস্ক ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। কারণ তরুণরাই হবে আগামী দিনে দেশ গড়ার কাণ্ডারী। তাই তাদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোর সমন্বয় ঘটানো জরুরি। সংগঠনের সাধারণ সম্পাদক কবি খন্দকার আল মামুনের প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সংগঠক ও কলামিস্ট মো. আলী আশরাফ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির বাংলাদেশের সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা কাজী মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং উপদেষ্টা মোা. শাহ আলম, সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক মো. হানিফ খান, প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, আক্তারুজ্জামান মাস্টার, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, ইউসুফ নাসির, আমিনুল হক, অ্যাডভোকেট রাসেল রাফী, গোলাম আল গালীব, ছলিম উল্লাহ শিকদার, সন্তোষ রায়, আবুল মোমেন খান, কামরুল হাছান, মো. শাহেদ রিয়াদ মাহমুদ ও মোশাররফ হোসেন সরকারসহ অনেকেই বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেছেন। সভায় স্বরচিত কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে উজ্জীবিত করে। পরবর্তী সভা দু’টো অনুষ্ঠিত হবে চকমখলা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ কার্যালয়ে।
- সড়কে গাড়ি রেখে চালকদের ঘুম।।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
- বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
- ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রশিবির
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের সংবাদ সম্মেলন
- কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ
- কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- কী করতে চায় জামায়াত
- চান্দিনায় মানবতা সংগঠনের কমিটি গঠন
- চান্দিনার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন