সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৩ ২০:২১ পি এম
দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চেয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নৌকা মার্কায় এই নৌকা নুহু নবীর নৌকা। এ নৌকার মাধ্যমে মানবজাতিকে রক্ষা করেছিলেন রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা যখন সরকারে এসেছে তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।
জনগণের উদ্দেশে বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছি। পরিকল্পিতভাবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগণ, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি গড়ে তুলবো। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলীয়া মাদরাসা ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সমাবেশে পৌঁছার পরপরই করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় হাত নেড়ে তোকর্মীদের অভিবাদন জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ লন্ডনে বসে (তারেক রহমান) হুকুম দেয় আর কতগুলো লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে। তবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পোড়ে। এটা তাদের মনে রাখা উচিত।’
শেখ হাসিনা বলেন, তারা মনে করেছে, দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে। এতো সহজ না। আওয়ামী লীগ টানা সরকারে থাকায় জনগণের উন্নতি হয়েছে। তাই পুরোপুরি দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
আজকে তাই আপনাদের কাছে আহ্বান আমরা যারা প্রার্থী দিয়েছি, তাদেরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এ সময় নৌকায় ভোট দেয়ার বিষয়ে জনগণকে হাত তুলে ওয়াদা করান তিনি।প্রসঙ্গত, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও সিলেট হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারে নামলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান