কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুন, ২০২৫ ১৩:১৭ পি এম

কুমিল্লা পলিটেকনিক প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া।
অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা কিংবা পারিবারিক কারণে ঈদের দিন প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে পারেন না। এইসব শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চেতনা জাগিয়ে তুলতেই এই বিশেষ আয়োজন। এছাড়াও ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য এই ঈদ আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে ছাত্রশিবিরের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি রুহুল আমিন বলেন,
“অনেক শিক্ষার্থী নানান কারণে হল এবং ক্যাম্পাসের আশেপাশে মেস কিংবা কুমিল্লায় থেকে যায়। তারা পরিবার থেকে দূরে থাকায় কোরবানি করা বা ঈদ আনন্দে শরিক হওয়ার সুযোগ পান না। তাই ঈদের দিনে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। হিন্দু এবং অন্যান্য ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য আমাদের এ আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।”
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও ইসলামী মূল্যবোধ জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও ইসলামী মূল্যবোধ জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছেন।
- কুমিল্লা বোর্ড: এসএসসির মানবিকে ফল বিপর্য়ের নেপথ্যে
- এসএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ
- জমজম ট্রাভেলসের আয়োজনে কুমিল্লায় হজ্ব সেমিনার
- কুবি শিবিরের নতুন সভাপতি মাজহার, সেক্রেটারি আবির
- ফের টালমাটাল জাতীয় পার্টি
- দেবিদ্বারে এনসিপির সমন্বয়ক কমিটিতে সাবেক স্বেচ্ছােসেবক লীগ নেতা!
- কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে ৪৭ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বিজিবি
- হাসনাত বললেন- চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন ডিসি-এসপিরা
- কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জলিল মিয়া গ্রেফতার
- শোকাবহ আশুরা আজ
