রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
  • ফলাফলে তলানিতে কুমিল্লা বোর্ড, ভিক্টোরিয়া কলেজে সাফল্যের জোয়ার

    ফলাফলে তলানিতে কুমিল্লা বোর্ড, ভিক্টোরিয়া কলেজে সাফল্যের জোয়ার
    ছবি/কুমিল্লা মেইল


    মো. রাকিব হোসেন।। 
    কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ৫ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। এ কলেজ থেকে ১ হাজার ৪২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৩০৫ জন। পাসের হার ৯১ দশমিক  ৯৭।  বোর্ডেও সরকারি কলেজগুলোর মধ্যে ফলাফলে নাম্বার ওয়ান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। গতকাল এই ফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬।

    কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, বিজ্ঞান বিভাগে ৬২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৯৯ জন। বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৯৯। জিপিএ৫ পেয়েছে ৩৪৯ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৪৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪১৬ জন। পাসের হার ৮৮ দশমিক ১৩। জিপিএ৫ পেয়েছে ৭৪ জন। মানবিকে ৩৩৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯০ জন। পাসের  হার ৮৭ দশমিক ০৮ জন। জিপিএ৫ পেয়েছে ৫৬ জন।

     কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলে পাসের হার ও জিপিএ৫ আরও বাড়তো। আমরা শিক্ষার্থীদের ওপর গত এক বছর মনিটরিং বাড়িয়ে ছিলাম।


    add