কুবি শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, ফাঁকা গুলিবর্ষণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জুলাই, ২০২৪ ১৭:০৯ পি এম
কুবি প্রতিনিধি:কুমিল্লায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘিরে কুবি শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টায় কোটবাড়ীর আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টায় মিছিল নিয়ে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় ওঠতে চাইলে আনসার ক্যাম্প এলাকায় প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটাছুটি করে সেখান থেকে সড়ে যায়। এ সময় বিভিন্ন ঝোপ ঝাড় দিয়ে দৌড়ে আত্মরক্ষা করে শিক্ষার্থীরা।এ সময় অনলাইন পোর্টাল বার্তা-২৪ এর কুবি প্রতিনিধি অনন মজুমদার ও ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহত অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর প্রতিবাদে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দফায় দফায় মিছিল করছে শিক্ষার্থীরা। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।কুবি শিক্ষার্থী সাহাব উদ্দিন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সম্পূর্ণ বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। এটি শিক্ষার্থীরা মেনে নেবে না। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে। মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত কয়েক দিন কর্মসূচি চালিয়ে আসছিলো শিক্ষার্থীরা।সর্বশেষ গতকাল বুধবার (১০ জুলাই) ২০১৮ সালে পরিপত্র পুনর্বহালের পরিপত্র বহাল রাখেন হাইাকোর্ট। কিন্তু তা প্রত্যাখ্যান করে সংসদে আইন পাসের দাবিতে আজও মাঠে নামতে চেয়েছিলেন শিক্ষার্থীরা।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান