বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • কৃষক সহজে তথ্য পেলে কৃষিতে আসবে সমৃদ্ধি

    কৃষক সহজে তথ্য পেলে কৃষিতে আসবে সমৃদ্ধি


    নিজস্ব প্রতিবেদক।।
    কৃষকরা কিভাবে সহজে তথ্য সেবা পেতে পারেন এ বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকার। সামনে আরও নতুন নতুন তথ্য-প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি সেবার মান বৃদ্ধি করা হবে। কৃষক সহজে তথ্য পেলে কৃষিতে আসবে সমৃদ্ধি। সেই নিরিখে কৃষি তথ্য সার্ভিস কাজ করে যাচ্ছে। কৃষি তথ্য সার্ভিস, ঢাকা আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় বক্তারা এই কথা বলেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিনা উপকেন্দ্র কুমিল্লার হল রুমে এ সভার আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা কৃষিবিদ মনিরুল হক রোমেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়। সভায় প্রধান অতিথি অনলাইনে কিভাবে কৃষিকথার গ্রাহক হওয়া যায় এবং তথ্য সেবা গ্রহণের অধিকার সম্পর্কে আলোচনা করেন। এছাড়া কৃষি তথ্য সার্ভিস পরিচালিত এআইএস টিউব সম্পর্কে ও কৃষি কল সেন্টার হতে ১৬১২৩ নম্বরে ফোন করে কৃষক যে কোন তথ্য পরামর্শ পেতে পারেন তা নিয়েও আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অফিস প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান, তথ্য অফিসার (কৃষি) কৃষিবিদ মো. আমিনুর ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের সম্পাদক কৃষিবিদ ফেরদৌসী বেগম, বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি, সহকারি তথ্য অফিসার (শস্য উৎপাদন) রূপালী সাহা। সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউটের বিজ্ঞানী, কুমিল্লা জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, কৃষি উদ্যোক্তারা ।

    এদিকে সভার শেষ দিকে জেলায় কৃষিকথার সর্বোচ্চ গ্রাহক করায় বুড়িচং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত কৃষি অফিসার বর্তমানে দেবিদ্বার উপজেলার কৃষি অফিসার বানিন রায়সহ ও ১১জনকে উপসহকারী কৃষি অফিসারকে সম্মাননা দেয়া হয়।


    add