জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:০৭ পি এম
জুলাই সনদ বাস্তবায়নে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এ ছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও ইসি প্রস্তুতি রাখতে বলেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দুটি আলোচনা আছে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি আলাদা করার জন্য। যদি আলাদাভাবে হয় সেটির জন্য ইসি যেন প্রস্তুতি রাখে।’
তিনি আরও বলেন, একসঙ্গে হলে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে মনোযোগ দেবে, গণভোটটা প্রাধান্য পাবে না। এ ছাড়া সময়ের বিষয় আছে। ইসি বলেছে, সরকার যেটি সিদ্ধান্ত নেয়, সেটিই তারা বাস্তবায়ন করবেন।
জামায়াতের এই নেতা বলেন, অতীতে দেশে অনেক গণভোট হয়েছে। ২১ দিন ও ১৭ দিনের তফাতেও গণভোট হয়েছে। এখানে মার্কা নেই, মিছিল-মিটিংয়ের কিছু নেই। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সমস্যা হবে না।
দুটি ভোট আলাদা হলে খরচের বিষয় আছে–এ বিষয়ে তিনি বলেন, এটি খুব সিম্পল। কাজেই বড় ধরনের ব্যয় হবে না। ব্যালট বাক্স আগেরটাই থাকবে, শুধু ব্যালট ছাপা ও খাওয়া-দাওয়া এসবের ব্যয় হবে। আর খরচের কথা বললে তো স্থানীয় সরকারসহ সব ভোট একসঙ্গে হতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তাহের বলেন, বর্তমান পদ্ধতি ৫৪ বছরে নির্বাচনকে সুষ্ঠু করেনি। এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থাকে। তাই ইসিকে দুটি পদ্ধতিতে ভোটের প্রস্তুতির কথা বলেছি। ইসি বলছে–সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তারা সক্ষম আছে।
বৈঠকে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসি জানিয়েছে, এনআইডির পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন। আমরা ভোটার এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছি। কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলেছি। আমরা সব মিলিয়ে সন্তুষ্ট।
এর আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে। সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত