বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে- কুমিল্লায় ফারুকী

    জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে- কুমিল্লায় ফারুকী
    ছবি/সংগৃহীত

    সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন- জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে। বর্তমানেও তার লেখনী ও গান আমাদের জন্য পাথেয়। জাতীয় কবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাঁর জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।রবিবার (২৫ মে) কুমিল্লায় তিনদিন ব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান শেষ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

    ফারুকী বলেন- ০৫ আগস্ট এর পর আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং বাংলাদেশের দেয়াল লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। কাজী নজরুল ইসলামের গান কবিতা, এই শিল্পের শক্তি যা ১০০ বছর পরও বাংলাদেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায় শিল্পের শক্তি নজরুলের শক্তি।

    জাতীয় কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি। কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা ও রচিত গ্রন্থগুলো অনুবাদ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এতটাই বৈচিত্র্যময় যে তাকে নিয়ে একটি সিনেমা তৈরি করা যেতে পারে। তবে তা অবশ্যই কোন কিছু দ্বারা প্রভাবিত সিনেমা হবে না। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কোভিদ রচিত গ্রন্থগুলো অনুবাদের উদ্যোগ নিয়েছে ইতোমধ্যে। এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা সমূহ বিশিষ্টজনেরা। পরে একাডেমি প্রাঙ্গনেই রঙিন বেলুন ওড়ানো হয়। এদিকে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। 

     

    বিশিষ্টজনদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন দিন স্মরণ করা হয় বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলকে। আলোচনা সভার অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। 

    অনুষ্ঠানে ২০২৩ সালে নজরুল গবেষণায় অবদানের নজরুল পুরস্কারপ্রাপ্ত জন্য ইরশাদ আহমেদ শাহিন, একই সালে নজরুল সংগীতে অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত মো. আবু রশদ আজনবী, ২০২৪ সালে নজরুল গবেষণায় অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত আব্দুল হাই সিকদার, এবং একই সালে নজরুল আবৃত্তিতে অবদানের জন্য নজরুল পুরস্কার প্রাপ্ত নাসিম আহমেদকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। পরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে নজরুল জন্ম জয়ন্তী তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন কুমিল্লা বাসী ও অতিথি বৃন্দ।


    add