বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • আন্তর্জাতিক গণমাধ্যমে ফেলোশিপ পেলেন সাংবাদিক আশিক ইরান 

    আন্তর্জাতিক গণমাধ্যমে ফেলোশিপ পেলেন সাংবাদিক আশিক ইরান 
    ছবি- সংগৃহীত

    নিজস্ব প্রতিবেদক।। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভ্যালে DW-তে একাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ পেলেন দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক আশিক ইরান ।  আধুনিক বিশ্বে তথ্য-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মাল্টিমিডিয়া জার্নালিজমে তরুণ প্রজন্মের আগ্রহ দিনদিন বেড়েই চলছে।এটি বিবেচনা করে আন্তর্জাতিক মানের দক্ষ সাংবাদিক তৈরির লক্ষ্যে ডয়েচে ভ্যালের উদ্যোগে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (SACMID) এর সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দুই বছর মেয়াদী এই ফেলোশিপের সুযোগ দেয়া হয়। এতে কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রাখা হয়। গত ২৫ অক্টোবর ২০২৪ ছিলো আবেদনের শেষ দিন।  পরবর্তীতে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়াল সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী জাহিদুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আতিকুর রহমান তনয়কেও বাছাই করা হয়।
    এদের মধ্যে আশিক ইরান কুমিল্লা ভিক্টোরিয়া  সরকারি কলেজ থেকে রসায়নে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই সাথে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি-কুভিকসাস এর প্রাক্তন সভাপতি ও সৃজনশীল পত্রিকা ক্যাম্পাস বার্তারও সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর প্রথম ক্যাম্পাস সাংবাদিক হিসেবে পাঠকপ্রিয় দৈনিক রূপসী বাংলা পত্রিকায় যোগদান করেন। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকার পাঁচকিত্তা গ্রামে।
    ফেলোশিপ অর্জনের সুযোগ পেয়ে আশিক ইরান জানান, ডয়েচে ভ্যালের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমার জন্য আনন্দের বিষয়। কৃতিত্ব অর্জনের পেছনে আমার শিক্ষক, সহকর্মী,  সংগঠকবৃন্দ ও দৈনিক রূপসী বাংলার অনুপ্রেরণা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
     


    add