রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে চৌদ্দগ্রামের চার শিক্ষার্থীর বিজয়গাঁথা

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে চৌদ্দগ্রামের চার শিক্ষার্থীর বিজয়গাঁথা
    ছবি সংগ্রহীত

     

    নিজস্ব প্রতিবেদক:
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে গুরুত্বপূর্ণ চারটি পদে বিজয় অর্জন করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারজন শিক্ষার্থী। তাদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ নিজ এলাকায়ও আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। 

    সমাজতত্ত্ব বিভাগ (সেশন ২০১৯-২০)-এর শিক্ষার্থী ও চৌদ্দগ্রাম স্টুডেন্ট সলিডারিটির সভাপতি মো. শোয়েব (তুষার) আলাওল হল সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় অর্জন করেছেন। দায়িত্বশীল, সৃজনশীল ও ছাত্রবান্ধব নেতৃত্বের জন্য শোয়েব বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

    অন্যদিকে, আপ বাংলাদেশ এর প্রার্থী, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা বিভাগ (সেশন ২০১৮-১৯)-এর শিক্ষার্থী মো. নুরুন্নবী সোহান সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন। ছাত্রকল্যাণ ও একাডেমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য সোহান সহপাঠীদের আস্থা অর্জন করেছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুষ্করনী গ্রামের বাসিন্দা।

    এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগ (সেশন ২০২১-২২)-এর শিক্ষার্থী আব্দুল্লাহ ফারহান আসিফ একই হলের দপ্তর সম্পাদক পদে বিজয় লাভ করেছেন।বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে আসছেন তিনি। আসিফের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে।

    এদিকে, রসায়ন বিভাগ (সেশন ২০২২-২৩)-এর শিক্ষার্থী মো. ফুরকান উদ্দিন শাহ আমানত হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয় অর্জন করেছেন।সংগঠন ও সহপাঠীদের স্বার্থে তার আন্তরিক প্রচেষ্টা ছাত্রসমাজের মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের বাসিন্দা।

    চৌদ্দগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষা অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই চার তরুণ ধারাবাহিকভাবে নিজেদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন।তাদের এই বিজয়ে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।অনেকে আশা প্রকাশ করেছেন—এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


    add