তনুর ৯ম মৃত্যুবার্ষিকীতে ভিসিটির সভা ও দোয়া মাহফিল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২০ মার্চ, ২০২৫ ১৫:৫০ পি এম

২০ মার্চ বৃহস্পতিবার ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কার্যালয়ে এবং ভিক্টোরিয়া সরকারি কলেজের কেন্দ্রীয় মসজিদে, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের সদস্য প্রয়াত নাট্য শিল্পী সোহাগী জাহান তনুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিসিটির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পৃষ্ঠপোষক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা জনাব জীতেন্দ্রনাথ তরফদার। আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি'র) বর্তমান সভাপতি মোঃ সাব্বির আহমেদ, সহ অন্যান্য কমিটি মেম্বার ও সাধারণ সদস্যগন।
এ সময় তনুর নবম তম মৃত্যুবার্ষিকীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ স্যার বলেন তনু আমাদের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে সাংস্কৃতিক চর্চায় অনেক এগিয়ে ছিল তার মেধা এবং প্রজ্ঞায় জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কারও সে এনেছে। তার এই নির্মম হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেওয়ার নয় আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব তনু হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা জনাব জীতেন্দ্র নাথ তরফদার স্যার বলেন, তনু যখন হত্যা হয় তখন আমি এই কলেজে ছিলাম এবং তনু হত্যার কিছুদিন আগে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে সে প্রথম হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি তনুর নির্মম হত্যাকান্ড!
আজ নয় বছর হয়ে গেছে এখনো তনুর হত্যার কোন বিচারকার্য সমাধান হয়নি। যদি তনু হত্যার বিচারটা প্রথম দিকেই হয়ে যেত তাহলে হয়তো দেশে পরবর্তীতে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটতো না । আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো যেন তনু হত্যার সুষ্ঠু বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। একই সাথে তিনি তনু সহ অন্যান্য ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকের শাস্তির দাবি করেন।
এ সময় ভিক্টরিয়া কলেজ থিয়েটারের বর্তমান সভাপতি মোঃ সাব্বির আহমেদ বলেন। সোহাগী জাহান তনু আপু আমাদের ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচ এর একজন সক্রিয় সদস্য ছিলেন৷ তনু আপুর হত্যার আজ নয় বছর পেরিয়ে গেলে ও আমরা এখনো সুষ্ঠ বিচার পাইনি । তার পরিবারের আর্তনাদ এখনো আমরা গোছাতে পারিনি। সরকারের শক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন দেশে তনু হত্যার মত নির্মম হত্যাকাণ্ড ঘুম খুন ধর্ষণ বেড়েই চলেছে। আমরা জাতির কাছে দেশের সর্বস্তরের মানুষের কাছে বলতে চাই। দেশের নতুন এই ছাত্র সমাজের কাছে নতুন প্রজন্মের কাছে আমরা তনু হত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই,,! তনু আপুকে আমরা ভুলিনি। এ জাতি কখনো তনুকে ভুলবে না।আমরা তনু হত্যার বিচার চাই এবং অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তারপর প্রথম ধাপে ভিসিটির মহড়া কক্ষে ও দ্বিতীয় ধাপে কলেজের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সফলভাবে সমাপ্তি হয়।
- বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ মিছিল
- কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অসুস্থ খন্দকার দেলোয়ারের পাশে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের নেতৃবৃন্দ
- চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদ্রাসার সুপারসহ আটক তিন
- কুমিল্লায় ট্রেন কেড়ে নিলো তিন যুবকের প্রাণ
- কোন পথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ?
- কুবির এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
- চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
- বিশেষ চাহিদা সম্পন্নদের উন্নয়নের অংশীদার না করলে উন্নত সমাজ ও রাষ্ট্র পাওয়া যাবে না- কুমিল্লার জেলা প্রশাসক
