শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, , ২১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন যারা ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০ কুমিল্লার চকবাজারে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালুধুম ব্ল্যাক বয়েজ জাতির কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ! কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের মাদকবিরোধী অভিযানে একজন আটক কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
  • কুমিল্লায় সড়কে লাশ রেখে এলাকাবাসীর বিক্ষোভ

    কুমিল্লায় সড়কে লাশ রেখে এলাকাবাসীর বিক্ষোভ
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় সড়কে লাশ রেখে রাস্তা সম্প্রসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। শনিবার (২৯ জুন) আদর্শ সদর উপজেলার সংরাইশ পশ্চিম পাড়া এলাকার আদর্শ গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদর্শ গলিতে মনোয়ারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। তার স্বামীর নাম আইয়ুব আলী।এলাকাবাসীর অভিযোগ রাস্তা সরু হওয়ায় লাশের খাটিয়া নিয়ে বের হতে বেগ পোহাতে হচ্ছে। এক পর্যায়ে তারা লাশ আলাদা নিয়ে বের হন এবং সড়কে লাশ রেখেই রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সংরাইশ পশ্চিম পাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শো থেকে দু'শ জন মানুষ বসবাস করে। কিন্তু রাস্তার অভাবে আমরা এখানে অনেক দুর্বিষহ জীবনযাপন করছি। এই গলির রাস্তা এতোই সরু যে, এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা-নেয়া করা কষ্টকর হয়ে যাচ্ছে। যে নারী মারা গেছেন, তার লাশ আনার জন্য আমরা কোনো স্ট্রেচার নিতে পারিনি। কোনোভাবে ধরে বের করে নিয়ে আসছি। আমরা এমন দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চাই। বিক্ষোভকারীরা আরও বলেন, এ আদর্শ গলির পশ্চিম অংশের মালিকদের মধ্যে রয়েছেন সাবেক আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান প্রয়াত আবদুল আউয়াল, স্থানীয় রফিক মিয়ার পরিবার ও এম এ হানিফ। তারা যদি সদয় হয়ে আমাদেরকে রাস্তার জায়গা দেন, তাহলে আমরা অসহায় জীবন থেকে বের হতে পারতাম। আমরা মৃত ব্যক্তির লাশ খাটিয়াতে নিয়ে যাতে বের হতে পারি, এমন সুযোগ করে দেবেন। আমরা এর আগেও তাদের কাছে রাস্তার জায়গা চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে বিভিন্নভাবে তিরস্কার করেছে। আমরা এখন পুনরায় দাবি জানাচ্ছি, তারা যেন আমাদের প্রতি সদয় হোন। তারা যেন দয়া করে জায়গাটা একটু সম্প্রসারণ করে দেন। স্থানীয় বাসিন্দা ডা. জুয়েল বলেন, আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ চাই। আমরা এর আগে এক ফিট রাস্তা চাইলে, তারা আমাদেরকে দেয়নি। তিরস্কার করেছে নানাভাবে। আমাদেরকে একটু রাস্তা সম্প্রসারণ করে এই কষ্ট থেকে বাঁচানোর অনুরোধ করছি।

     


    add