লাকসামে ছাত্রলীগ নেতা অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জুন, ২০২৪ ২২:৩৩ পি এম

কুমিল্লার লাকসামে ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। অনিক পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল। শুক্রবার (২৮ জুন) তার হত্যার এক বছর পূর্ণ হয়। কিন্তু এখনও শীর্ষ দুই খুনি ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি ও শাকিলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।আর বাকীরা বিভিন্ন মেয়াদে সাজা খেটে বর্তমান জামিনে রয়েছেন। বিক্ষোভ মিছিলে খুনিদের কুশপুত্তলিকাও দাহ্ করা হয়। সকালে লাকসাম আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাসে মানববন্ধন ও প্রধান খুনি রকি-শাকিলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- পৌরসভার গাজীমুড়া গ্রামের মশিউর রহমান সেলিমের ছেলে ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি, চান্দু মিয়ার ছেলে সাইদ হাসান শাকিল, উত্তর-পশ্চিমগাঁওয়ের ছিদ্দিকুর রহমানের ছেলে জিল্লুর রহমান ফারুক, গাজীমুড়া এলাকার জিন্নতের রহমানের ছেলে মশিউর রহমান সেলিম ও আলী মিয়ার ছেলে আবুল হোসেন মিলন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আসামি রয়েছে। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে আওয়ামী নেতাকর্মীরা বলেন, মেধাবী ছাত্রনেতা ইফতেখার আহমেদ অনিকের হত্যার জবাব আমরা আইনি ও রাজনৈতিকভাবে দেবো। আগামী দিনে বিএনপি জামায়াতের কোনো সন্ত্রাসীকে লাকসামের মাটিতে ঠাই দেযা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা যুবলীগের সদস্য শিহাব খান, সাজেদুল ইসলাম সজল, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রসঙ্গত ২০২৩ সালের ২১ জুন লাকসাম দক্ষিণ বাইপাস সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের ওপর হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
- কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা
- প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক
- এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর
- সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা
- তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার
- কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
- নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে
- যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
