মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

স্মার্ট ও নম্র হওয়ার ১০টি টিপস!

স্মার্ট ও নম্র হওয়ার ১০টি টিপস!

স্মার্ট ও নম্র হওয়ার ১০টি টিপস! ????

◾১। মানুষকে সবার সামনে প্রশংসা করেন আর কারোর কাজের সমালোচনা করতে হলে তাকে সবার সামনে থেকে আলাদা করে তার ভুলগুলো ধরিয়ে দেন।

◾২। রাস্তায় অন্যের সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে কথা বলুন। এটি অন্যের প্রতি সম্মান প্রদর্শন করার একটি চিহ্ন কারণ আপনার চোখের তাকানো এক্ষেত্রে আপনার কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যের মনে।

◾৩। অন্যের কথা বলার সময় কখনোই বাধা দিবেন না। অন্যের মতামত শেষ হবার পর নিজের মতামত উপস্থাপন করুন। 29 Hatman House

◾৪। আপনার শব্দগুচ্ছের পরিধি বৃদ্ধি করুন। আপনি অনেক দক্ষে পরিণত হবেন।

◾৫। যদি আপনি অনলাইনে কাজ করেন এবং নিজের ফোনকে নিজের কাজের বাধা মনে করেন তবে এটাকে সম্পূর্ণ অফ করে অন্য রুমে রেখে দিন।

◾৬। এবারের বিল যদি আপনার বন্ধু বা কোনো আত্মীয় দেয় তবে পরের বার আপনি দিন।

◾৭। কেউ আপনার কাছে পরামর্শ না চাওয়ার আগে পরামর্শ দেবেন না তাতে আপনি শুধু অবহেলা পাবেন।

◾৮। কারো কাছ থেকে ধার নিলে তা সময়ের মধ্যে ফেরত দেয়ার চেষ্টা করবেন। এটি আপনার দায়িত্ববোধ প্রকাশ করে। 29 Hatman House

◾৯। যখন কেউ আপনাকে তার মোবাইল থেকে ছবি দেখায় তখন গ্যালারি এর ডান বা বামের দিকে যাবেন না । কারণ আপনি জানেন না পরের ছবিতে কি আছে।

◾১০। কেউ যখন আপনার উপকার করতেছে তখন তাঁকে ধন্যবাদ জানান। ????


টিপস