মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজ পুকুরের মাছ লুটের অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪৯ পি এম
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে শ্রীকাইল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হকের বিরুদ্ধে। তিনি শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ তারিখ ভোর রাতে ছয়জন জেলেকে নিয়ে কলেজের পুকুর থেকে নিয়মবহির্ভূতভাবে মাছ তুলে নেওয়া হয়। বিষয়টি টের পেয়ে কলেজ কর্তৃপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাবের কারণে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
জেলেদের একজন জানান, প্রথম দিন কলেজের কয়েকজন শিক্ষক মাছ ধরার নির্দেশ দেন। তবে দ্বিতীয় দিন ছাত্রদল নেতা এনামুল হকসহ আরও কয়েকজনের নির্দেশে মাছ ধরা হয়।
এ বিষয়ে এনামুল হক দাবি করেন, তিনি ভাইস প্রিন্সিপালের অনুমতিক্রমে পুকুরে মাছ চাষ করেছেন এবং স্যারদের উপস্থিতিতেই দিনের বেলায় অনুমতি নিয়ে মাছ ধরেছেন।
অন্যদিকে প্রিন্সিপ্যাল জানান, কলেজের পুকুরসহ অন্যান্য সম্পদ পরিচালনার দায়িত্ব ম্যানেজিং কমিটির হলেও বিষয়টি তাদের অগোচরে ঘটেছে। ভাইস প্রিন্সিপাল কলেজের সাবেক কয়েকজন শিক্ষার্থীকে অনুমতি দিয়েছিলেন বলে তিনি জানান। ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্টদের ডেকে সতর্ক করা হয়েছে এবং তারা ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কলেজের সম্পদ রক্ষায় দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের
- রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার
- কুমিল্লা মহানগর জামায়াতের ২১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ—হাজী ইয়াছিন
- বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সুদিন ফিরবে- মনিরুল হক চৌধুরী
- নোয়াখালী-৫ আসনে এনসিপি থেকে লড়বেন আইনজীবী হুমায়রা নূর
- মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজ পুকুরের মাছ লুটের অভিযোগ
- কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদে নতুন নেতৃত্ব
- যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
- কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ