বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজ পুকুরের মাছ লুটের অভিযোগ

    মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজ পুকুরের মাছ লুটের অভিযোগ
    ছবি/সংগ্রহীত

    নিজস্ব প্রতিবেদক।। 

    কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে শ্রীকাইল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হকের বিরুদ্ধে। তিনি শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ তারিখ ভোর রাতে ছয়জন জেলেকে নিয়ে কলেজের পুকুর থেকে নিয়মবহির্ভূতভাবে মাছ তুলে নেওয়া হয়। বিষয়টি টের পেয়ে কলেজ কর্তৃপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাবের কারণে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে। 

    জেলেদের একজন জানান, প্রথম দিন কলেজের কয়েকজন শিক্ষক মাছ ধরার নির্দেশ দেন। তবে দ্বিতীয় দিন ছাত্রদল নেতা এনামুল হকসহ আরও কয়েকজনের নির্দেশে মাছ ধরা হয়।

    এ বিষয়ে এনামুল হক দাবি করেন, তিনি ভাইস প্রিন্সিপালের অনুমতিক্রমে পুকুরে মাছ চাষ করেছেন এবং স্যারদের উপস্থিতিতেই দিনের বেলায় অনুমতি নিয়ে মাছ ধরেছেন।

    অন্যদিকে প্রিন্সিপ্যাল জানান, কলেজের পুকুরসহ অন্যান্য সম্পদ পরিচালনার দায়িত্ব ম্যানেজিং কমিটির হলেও বিষয়টি তাদের অগোচরে ঘটেছে। ভাইস প্রিন্সিপাল কলেজের সাবেক কয়েকজন শিক্ষার্থীকে অনুমতি দিয়েছিলেন বলে তিনি জানান। ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্টদের ডেকে সতর্ক করা হয়েছে এবং তারা ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কলেজের সম্পদ রক্ষায় দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


    add