মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ  কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী! খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
    ছবি/কুমিল্লা মেইল

    স্টাফ রিপোর্ট।। 

    ১৯৭১ সালের ৮ ডিসেম্বর অন্যান্য জেলার ন্যায় কুমিল্লা জেলা পাকিস্তানী হানাদারমুক্ত হওয়ায় জেলা প্রশাসন কুমিল্লার উদ্যেগে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালন করা হয়েছে।


    ৮ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে বর্ণাঢ্য বিজয় মিছিল বের হওযার পূর্বে জেলা প্রশাসক মু.রেজা হাসান ও জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কুমিল্লা মুক্ত দিবসের উদ্ধোধন ঘোষণা করেন।

    জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কুমিল্লার যৌথ উদ্যেগে বীরমুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বিজয় মিছিলে অংশ গ্রহন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু.রেজা হাসান, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রাশেদুল হক চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সাইফুল মালিক, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমানসহ যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারী, আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা। বর্ণাঢ্য বিজয় মিছিলটি নগরীর বিভিন্ন দিক প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়।


    add