মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ  কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী! খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে 

    নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে 
    ছবি সংগ্রহীত

     

    নাঙ্গলকোট  প্রতিনিধি।।
    কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের লবারতুপা পূর্ব পাড়ার মরহুম নূর মিয়ার ছেলে কৃষক কামাল হোসেনের ক্রয়কৃত ডাকাতিয়া নদীর পাড়ের দখলীয় ৬১শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ সদস্য মহসিন স্বপনের বিরুদ্ধে। মহসিন স্বপন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। জমি দখলে বাধা দেয়ায় কয়েক দফা মহসিন স্বপনের নেতৃত্বে কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসকল ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালত, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট সেনা ক্যাম্প ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষক কামাল হোসেন।

    ভুক্তভোগী কৃষক কামাল হোসেন বলেন আমার ক্রয়কৃত ৬১ শতক জমি জোরপূর্বক প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছে যুবলীগ নেতা মহসিন স্বপন। স্বপন প্রভাবশালী হওয়ায় আমি এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। উল্টো বিভিন্ন দপ্তরে কিছু অসাধু লোকের খপ্পরে পড়ে আমার লাখ-লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি দখলের প্রতিবাদ করায় স্বপনের নেতৃেত্বে কয়েক দফা আমি ও আমার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

    কৃষক কামাল হোসেনের নিকট জমি বিক্রয়কারী আবুল হাশেম চৌধুরী ও আব্দুল কাদের চৌধুরী বলেন, আমরা কামাল হোসেন ও তার ভাই মনির হোসেনের নিকট নদী পাড়ের জমি যে নিয়মে বিক্রি হয় ওই নিয়মে বিক্রি করেছি। এখন কেন তাদের জমি দখল করে হয়রানি করা হচ্ছে আমাদের বোধগম্য নয়।

    অভিযুক্ত মহসিন স্বপন বলেন, আমি মূল মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। এখন কামাল দাবি করছে সে অন্য ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করেছে। নদী পাড়ের জমির ওয়ারিশ মূলে বিক্রির সুযোগ নেই।

    নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আমি এই থানায় সদ্য যোগদান করেছি, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।


    add