মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ  কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী! খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক

    চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক
    ছবি সংগ্রহীত

     

    কুমিল্লার চান্দিনায় সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী আবুল খায়ের কে আটক করেছে পুলিশ।

    রবিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোমবার (৮ ডিসেম্বর) স্বামী সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

    নিহত সাবিনা আক্তার একই গ্রামের মো. আবুল খায়েরের স্ত্রী এবং একই উপজেলার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। এই দম্পতির ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়- প্রায় ১২ বছর পূর্বে বিবাহ হয় তাদের। বিবাহের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রবিবার রাতে স্বামী আবুল খায়ের উত্তেজিত হয়ে সাবিনা আক্তার কে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে গলায় রশি প্যাচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে নির্যাতন করে।

    নিহতের পিতা ময়নাল হোসেন জানান- খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে বাথরুমে আমার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরকে আটক করে পুলিশে খবর দেই।

    চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান- মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    add