বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৩ আহত ৫

    চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই  নিহত ৩ আহত ৫
    ছবি কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। 
    কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহাম্মেদ। 
    স্থানীয় স‚ত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রাম মুখি একটি ট্রাকের সাথে লাকসাম- চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ীর সামনে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোট গামী একটি সিএনজি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী সহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এই সময় আরো ৫ জন আহত হয়। আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটো চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাদের কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়ব সহ অজ্ঞাত নামা আরো একজনের অবস্থা আশংকাজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায় নি। 
    অটো চালক মাহবুবুল হক বলেন, লাকসাম থেকে চৌদ্দগ্রাম মুখি একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোট গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এই সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পিছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখি সংঘর্ষ হয়। 
    চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, দ‚র্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা যায়। মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকের ভিতরে সিএনজি ডুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।


    add