জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ২০:৩৯ পি এম
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়দৈল দক্ষিণ পাড়া এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক ও তার পরিবার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণনাশের হুমকির ঘটনায় ভীত হয়ে মোঃ আনোয়ার হোসেন গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা আদর্শ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০১ সালে মৃত আব্দুর রহমান ভুয়া দলিল ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মোঃ আব্দুর রাজ্জাকের বসতভিটার ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেন। ওই সময় প্রভাবশালী মহলের সহায়তায় মিথ্যা মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তখন ভুক্তভোগীর সন্তানরা নাবালক থাকায় ভয়ে ও নিরাপত্তাহীনতার কারণে কোনো প্রতিকার পাওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে মৃত আব্দুর রহমানের স্ত্রী শাম্মি আক্তার ডলি (৫৮) উক্ত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নিলে গত ২৪ ডিসেম্বর মোঃ আব্দুর রাজ্জাকের সন্তানরা তাদের বৈধ ৪ শতাংশ জমি বাদ দিয়ে বাউন্ডারি দেওয়ার অনুরোধ জানান।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ ডিসেম্বর শাম্মি আক্তার ডলি, তার স্বজন ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মোঃ আব্দুর রাজ্জাকের বড় ছেলে মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে উপস্থিত হন। এ সময় আনোয়ার হোসেন শান্তিপূর্ণভাবে সামাজিক বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেন।
তবে গত ৩০ ডিসেম্বর একই পক্ষ পুনরায় তার বাড়ির সামনে এসে বাউন্ডারি নির্মাণে বাধা দেয়। এ সময় সকলের সামনে অভিযুক্ত মোঃ আলী আকবর (৫৭) আনোয়ার হোসেনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলী আকবর অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি কোনো হুমকি দেইনি। আমার মামার বাড়ির জমি নিয়ে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।”
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?