বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় বাসের ৮ যাত্রী হত্যা: আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

    চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় বাসের ৮ যাত্রী হত্যা: আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
    ছবি- কুমিল্লা মেইল

    মো. রাকিব হোসেন।। কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবির পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার এবং তাঁর ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। প্রসঙ্গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা চালানো হয়। এতে ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর নিহতদের পরিবারের পক্ষে বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ মোট ১৯০ জনকে আসামি করা হয়। ওই মামলার ১১ নম্বর আসামি ছিলেন সালাউদ্দিন আহমেদ মজুমদার এবং ৭৯ নম্বর আসামি তাঁর ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার রুমি। জেলা ডিবি পুলিশ তাদের কুমিল্লা শহর থেকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, "পেট্রোলবোমা হামলায় বাসের ৮ যাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার দুই জনকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


    add