বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লা ভিক্টোরিয়া  সরকা‌রি  কলেজের কবি নজরুল হল ইসলাম হলের ভেতরের ঝড়ে পরা  গাছ  টেন্ডার ছাড়াই কেটে বি‌ক্রি করার অ‌ভিযোগ উঠেছে। গাছ কাটা ও বি‌ক্রির জন্য টেন্ডার বা কোনো মি‌টিং বা রেজুলেশন করা হয়‌নি বলে জানা গেছে। রবিবার (১০ নভেম্বর ) সরেজমিনে ঘুরে দেখা যায় ,  নজরুল হলের পাশে পুকুর পারে ঝড়ে পড়ে থাকা গাছটি কেটে হল থেকে বাইরে এনে ভ্যান গাড়িতে উঠানো হয়। তাৎক্ষণিক হলের দায়িত্বরত শিক্ষককে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  জানা গেছে, সরকা‌রি বা বেসরকা‌রি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব জায়গার গাছ কাটার প্রয়োজন হলে বিক্রির জন্য নিলামে বা টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসনের অনুম‌তি প্রয়োজন হয়। এছাড়াও বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেয়া হয়। অথচ সেখানে এসব নিয়মের কোনো তোয়াক্কা করেনি প্রশাসন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গাছ কাটার বিষয়ে কোনো মি‌টিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই।  কবি নজরুল হলের দায়িত্বরত শিক্ষক, মো. নজরুল ইসলাম জানান, গাছটি ঝরে পড়ে যাওয়ার  কারণে  কলেজের এক কর্মচারী সেটি কেটে  বাড়িতে নিয়ে যাচ্ছিলো। আমাকে না জা‌নিয়ে সে গাছটি কেটেছে। এজন্য কোনো অনুম‌তি বা প্রশাসনকে জানানো হয়‌নি। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, আমাদের কাজ হচ্ছে গাছ মার্ক করে দাম নির্ধারণ করে দেয়া, তবে এ বিষয়ে কিছুই জানা নেই।


    add