বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ
    ছবি- কুমিল্লা মেইল

     কুমিল্লা ভিক্টোরিয়া  সরকা‌রি  কলেজের কবি নজরুল হল ইসলাম হলের ভেতরের ঝড়ে পরা  গাছ  টেন্ডার ছাড়াই কেটে বি‌ক্রি করার অ‌ভিযোগ উঠেছে। গাছ কাটা ও বি‌ক্রির জন্য টেন্ডার বা কোনো মি‌টিং বা রেজুলেশন করা হয়‌নি বলে জানা গেছে। রবিবার (১০ নভেম্বর ) সরেজমিনে ঘুরে দেখা যায় ,  নজরুল হলের পাশে পুকুর পারে ঝড়ে পড়ে থাকা গাছটি কেটে হল থেকে বাইরে এনে ভ্যান গাড়িতে উঠানো হয়। তাৎক্ষণিক হলের দায়িত্বরত শিক্ষককে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  জানা গেছে, সরকা‌রি বা বেসরকা‌রি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব জায়গার গাছ কাটার প্রয়োজন হলে বিক্রির জন্য নিলামে বা টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসনের অনুম‌তি প্রয়োজন হয়। এছাড়াও বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেয়া হয়। অথচ সেখানে এসব নিয়মের কোনো তোয়াক্কা করেনি প্রশাসন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গাছ কাটার বিষয়ে কোনো মি‌টিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই।  কবি নজরুল হলের দায়িত্বরত শিক্ষক, মো. নজরুল ইসলাম জানান, গাছটি ঝরে পড়ে যাওয়ার  কারণে  কলেজের এক কর্মচারী সেটি কেটে  বাড়িতে নিয়ে যাচ্ছিলো। আমাকে না জা‌নিয়ে সে গাছটি কেটেছে। এজন্য কোনো অনুম‌তি বা প্রশাসনকে জানানো হয়‌নি। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, আমাদের কাজ হচ্ছে গাছ মার্ক করে দাম নির্ধারণ করে দেয়া, তবে এ বিষয়ে কিছুই জানা নেই।


    add