কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ ১৫:৫৩ পি এম
কিছু মানুষ অমরত্ব লাভ করেছেন মানবতার কল্যাণে কাজ করে। কারণ তারা আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গোটা জগৎ নিয়ে ভেবেছেন। সে আলোকেই স্ব-স্ব ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কীর্তিমান হয়েছেন। তাই পৃথিবী থেকে চলে গেলেও সব সময় মানুষের অন্তরের মনিকোঠায় রয়েছেন তারা। এমনই একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ। কারণ নিজের জীবনের চাওয়া-পাওয়াকে তুচ্ছ জ্ঞান করে কাজ করেছেন মানবতার পক্ষে। সুনাগরিক তৈরিতে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখতেন। তাই তার মৃত্যুর পর শুভাকাঙ্ক্ষীরা কুমিল্লায় তার নামে প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। যা কুমিল্লা অঞ্চলে প্রায় পাঁচ দশক ধরে আলো ছড়াচ্ছে। এখানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চকিত করছে কুমিল্লার নাম। শুধু তাই নয় অজিত গুহের সম্পত্তিও ব্যবহৃত হচ্ছে শিক্ষা ও মানবকল্যাণে। তাই অধ্যাপক অজিত গুহ’র মতো ব্যক্তিত্বদের মূল্যায়নে কার্পণ্যতা কাম্য নয়। (১২ নভেম্বর) তার ৫৫তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও অধ্যাপক অজিত কুমার গুহ বৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ সভাপতি কাজী নাজিয়া হক। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও সহকারী অধ্যাপক তানিয়া ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ভাষা সৈনিক অজিত কুমার গুহ-এর জীবনের আলোকিত নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে একাদশ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অধ্যাপক অজিত কুমার গুহ বৃত্তি-২০২৪ প্রদান করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি
- বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা
- কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
- এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম
- সশস্ত্র বাহিনী দিবসে’ বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
- চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে
- কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান
- তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
- ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান