ছাত্রলীগ নিষিদ্ধ করায় কুমিল্লার দেবীদ্বারে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৪ ১৮:২৭ পি এম
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করায় কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ’র এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মিছিল শেষে দেবীদ্বার নিউ মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো, ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী, আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, আপস না সংগ্রাম? সংক্ষিপ্ত সমাবেশে অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে বাংলাদেশ ও জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। আমরা আজীবন এ সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা এ থেকে শিক্ষা নিন, যারাই দেশে সন্ত্রাসী কার্যক্রম করবে ছাত্রজনতা তাদের প্রতিহত করবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না। শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশে আর কোনও মুজিববাদের ঠিকানা হবে না। মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিলো। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বক্তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে দেবীদ্বারের শহীদ ১২টি পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায় হাসনাত আবদুল্লাহ ২৪ লাখ টাকা সহযোগিতা করেছেন। যারা আহত হয়েছেন তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, সরকার সাকিব, কাজী নাছির, আহমেদ নাফিজ, মো. মামুনসহ আরও অনেকে।
- আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- একুশে বইমেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালো সংস্কৃতি মন্ত্রণালয়
- কুমিল্লার মাঠে মাঠে সোনালী উৎসব
- দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে পা হারানো সেই লিমনের অভিযোগ
- বুড়িচংয়ের ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প
- কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ
- কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ
- কুমিল্লার আদালতে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম-সচিব কিবরিয়াকে মারধরের চেষ্টা, রিমান্ড মঞ্জুর