মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

দেবীদ্বারে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, হামলায় একই পরিবারের চার জন আহত

দেবীদ্বারে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, হামলায় একই পরিবারের চার জন আহত
ছবি- কুমিল্লা মেইল

কুমিল্লার দেবীদ্বারে সম্পত্তি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে হামলা ভাঙচুর ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় একই পরিবারের চার জন আহত হয়েছেন।গত  বৃহস্পতিবার বিকালে দেবীদ্বার পৌর এলাকার বারেরা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কুলসুম বেগম ৪ জনের নাম উল্লেখ করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছে। স্থানীয়রা বলেন, পূর্বের জায়গায় ও পাওয়ানা টাকা নিয়ে দ্বন্দ্বে বারেররা গ্রামের আব্দুল সত্তারের পরিবারের উপর হামলা করে একই গ্রামের মৃত আব্দুল আউয়াল কমিশনের ছেলে রাসেল মিয়া (৩০), মহি উদ্দিন (২৪), মেয়ে লিপি আক্তার (২০)। হামলায় বসতঘর ভাঙচুরের পর পিটিয়ে আব্দুল সত্তার, তার স্ত্রী কুলসুম বেগম, তাদের মেয়ে সুবর্ণা আক্তার, ছেলে শুভ আহম্মেদ ও ফাতেমা আক্তারকে আহত করে তারা। এর আগে এ দ্বন্দ্ব নিরসনে কয়েকবার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু মানেননি মৃত আব্দুল আউয়াল কমিশনের পরিবার। ভুক্তভোগী আব্দুল সত্তার ও তার স্ত্রী কুলসুম বেগম বলেন, আমাদের উপর দীর্ঘ জুলুম অত্যাচার করে আসছে আউয়াল কমিশনের পরিবারের লোকজন। কিন্তু তাদের দাপটে আমার কিছুই বলতে পারিনি৷ তারা আমাদের থেকে জায়গায় পায়, আমরা তাদের কাছে টাকা পাই। কিন্তু তারা জায়গায় নিবে, আমাদের টাকা দিবে না। আমরা বলেছি টাকা না দিলে জায়গাও দিবো না। এ কথা বলায় দীর্ঘদিন ধরে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে মহিউদ্দিন ও রাসেল। গতকাল আমার ঘরে হামলা করে তারা। এসময় বাধা দিতে গেলে আমার ছেলে-মেয়ে, স্ত্রী ও আমাকে পিটিয়ে আহত করে।  আহত শুভ আহম্মেদ বলেন, আমি ঘরের টিনগুলোতে রং দিচ্ছিলাম৷ এমন সময় তারা এসে হামলা করে বসে। আমরা আহত হয়েছি। মা-বোন ও বাবা চিকিৎসাধীন। এর আগেও আমাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করেছে তারা।  দেবিদ্বার থানার এসআই মাহবুবুর রহমান বলেন, এ বিষয়য়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।