বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, , ১৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ সমর্থক ১০ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীকে শাস্তি বই ও সঞ্চয় ব্যাংক পেয়ে খুশি শিক্ষার্থীরা কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে : আদালতে কামরুল ইসলাম সশস্ত্র বাহিনী দিবসে’  বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান তারেক রহমান কে দাওয়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত চান্দিনায় তিন ছাত্রীর টিফিন বক্সে বিষ, একজন হাসপাতালে কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর দীক্ষা অনুষ্ঠান তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে ইসলামের ইতিহাস বিভাগের ১৪তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান
  • ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ’আসনা’

    ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ’আসনা’
    ছবি- সংগৃহীত

    ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আরব সাগরের উত্তরাংশে কয়েকদিন আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিলো, সেটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে। শুক্রবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে আইএমডি। খবর রয়টার্সের। ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘আসনা’। আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও ‘আসনা’ আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

    শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এ মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে। বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে ‘আসনা’।

    এদিকে, ‘আসনা’র প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্কা এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারি বর্ষণ। অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায়। আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব এনডিটিভিকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কচ্ছ জেলাায় ৮৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি।এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও গত ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হয়েছে।’


    add