বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত না করলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৪ ১৫:৫৯ পি এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোাষিত কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানিয়েছে একাংশ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্দোলনের কুমিল্লা মহানগরের মুখ্য সংগঠক তালহা যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাত ১২টার মধ্যে কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে পুনঃগঠন না করলে সোমবার (২৫ নভেম্বর ) বিকাল ৩টা থেকে নগরীর কান্দিরপাড় ব্লকেড কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ দাবি উপেক্ষা করা হলে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেকোনো কর্মসূচি প্রতিহত করা হবে। কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে এতে আরও বলা হয় আপনারা ভূলে যাইয়েন না কুমিল্লা কী? কুমিল্লা বিপ্লবীদের ঠিকানা, সরকার পতনের মূল হাতিয়ার ছিলো এ কুমিল্লা। তাই কোনো ধরনের টালবাহানা বাদ দিয়ে কুমিল্লাকে সঠিক মূল্যায়ন করতে হবে।
প্রসঙ্গত এর আগে শনিবার (২৩ নভেম্বর) বিকালে রায়হানহাকে আহ্বায়ক ও রাশেদকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। এর দুই দিন আগেও জেলা কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ও সেই কমিটি বাতিলের দাবিতে শনিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করে বঞ্চিত অংশ। এ সময় কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিই কেন্দ্র ঘোষিত প্রথম কমিটিকে অবাঞ্চিত করে ব্লকেড কর্মসূচি দিলো।
- বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত না করলে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি
- কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের পাল্টা কমিটি
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক রায়হান, সদস্য সচিব রাশেদ
- কুমিল্লায় যুদ্ধ সমাধি খননে মিললো ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন
- স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহযোগিতা করে
- মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন যারা
- ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০
- কুমিল্লার চকবাজারে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালুধুম ব্ল্যাক বয়েজ