কুমিল্লায় দুই চাচাত ভাই হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪ ১৬:৪০ পি এম
কুমিল্লা সদর দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধে মো. গিয়াস উদ্দিন ও মো. জামাল হোসেননামের দুই চাচাতো ভাইকে হত্যা মামলায় ৬ জনকে মৃত্যু দণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডদিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুর ১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরী গ্রামের হাজী আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা (৩৮), মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৮), হাজী আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩৮), মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন (২৮), মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল (৩৫) ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ (৪৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীর ধনাইতরীর মৃত জুনাব আলীর ছেলে হায়দার আলী (৬৫), হাজী আব্দুর রহিমের ছেলে আ. মান্নান (৩২), মৃত
মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫), মৃত আ. খালেকের ছেলে আবুল বাশার (২৮), মৃত আ. রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আ. খালেকের ছেলে আ. কাদের (৩২) ও এজাহার বহির্ভূত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন একই গ্রামের মৃত ইউসুফ মিয়া'র ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)। খালাস প্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. আমান (৪০) ও একই উপজেলার গ্রাম চৌয়ারার জুনাব আলী মোঃ সেলিম মিয়া (৫০)। এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞ জেলা পিপি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম। মামলার বিবরণে জানা যায়- পূর্ব শত্রুতার জেরে ২০১৬ সালের ১২ আগস্ট রাত সোয়া ৮টার সময় ধনাইতরী জামতলা খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই স্টোরে হায়দার
আলীর নির্দেশে হামলা চালায় আসামি মো. তোফায়েল আহমেদ তোতা মিয়া। এ সময় মো. গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে গিয়াসউদ্দিনকে এবং পরে জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মো. গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) বাদী হয়ে আসামি মো. তোফায়েল আহমেদ তোতাসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১ ১২ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. তোফায়েল আহমেদ তোতাসহ এজহারভুক্ত ১২ জন এবং এজহার বহির্ভূত আসামি আ. কুদ্দুসসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?