ক্যাম্পাস ছেড়ে মহাসড়কে কুবির শিক্ষার্থীরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জুলাই, ২০২৪ ১৮:৩৪ পি এম

কুবি প্রতিনিধি।। পুলিশের সাথে সংঘর্ষের পর ক্যাম্পাস ছেড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটাবিরোধী কুবির শিক্ষর্থীরা।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তারা। সেখান থেকে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছেন তারা। এ সময় রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায়ও তাদেরকে মহাসড়কে দেখা গেছে। অবশ্য এ সময় পুলিশকে নিরাপদ দূরত্বে থাকতে দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থী আবু জায়েদ বলেন, শিক্ষার্থীদের গায়ে হাত দিয়ে আন্দোলনকে উসকে দিয়েছে পুলিশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আরেক শিক্ষার্থী ফারহানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন,আমরা শিক্ষার্থীদের বিশৃঙ্খলা করতে নিষেধ করেছে। কিন্তু কতিপয় অতিউৎসাহী শিক্ষার্থী পুলিশের দায়িত্ব পালনে বাধা দিয়েছে। অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিযারি উচ্চারণ করেন। এর আগে বিকাল ৩টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্বরোড অবরোধ করতে যাওয়ার সময় কোটবাড়ী আনসার ক্যাম্প এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ার শেলে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ দুই গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন।
- কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা
- প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আটক
- এবার কুমিল্লার আদালত প্রাঙ্গণসহ শেখ মুজিবের দুইটি ম্যুরাল বুলডোজার দিয়ে ভাঙচুর
- সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা
- তরুণদের মাধ্যমে আগামী প্রজন্ম পাবে সুন্দর বাংলাদেশ- কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার
- কুমিল্লায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
- নাঙ্গলকোটে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন চিকিৎসক দুই ছেলে
- যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা কুমিল্লার শিক্ষার্থীদের
