বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, , ১১ জ্বমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
  • আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা একুশে বইমেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালো সংস্কৃতি মন্ত্রণালয় কুমিল্লার মাঠে মাঠে সোনালী উৎসব দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে পা হারানো সেই লিমনের অভিযোগ বুড়িচংয়ের ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ কুমিল্লা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অজিত কুমার গুহ কুমিল্লার আদালতে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম-সচিব কিবরিয়াকে মারধরের চেষ্টা, রিমান্ড মঞ্জুর
  • লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত 

    লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত 
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সাথে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউটকে নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।  নিহত ব্যক্তির নাম মো. শহিদুল্লাহ সরু (৬০)। তিনি আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। এঘটনায় অভিযুক্ত প্রতিবেশি শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলাম। জানা গেছে, নিহত শহিদুল্লাহ সরু তার বাড়ির রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের কাজ করছিলেন। সকাল ১০ টার দিকে মাটি কাটা অবস্থায় শহিদ উল্লাহ নামের তার প্রতিবেশী এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে প্রতিবেশী শহিদুল্লাহ তার ছেলে তাজুল ইসলামসহ বাড়ির লোকেদের ডেকে আনেন। এসময় শহিদ উল্লাহ, তার ছেলে ও অন্যান্যদের সঙ্গ নিহত শহিদুল্লাহর সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমরা নিহত শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। 

     


    add