শুক্রবার, ২০ জুন ২০২৫,

শিরোনাম :
  • ভিক্টোরিয়ার ছায়ায় সিয়ামের স্বপ্ন: এক গ্লাস লেবুর শরবতে জীবনের গল্প কুমিল্লায় এসএসসি ১৯৯৫ বন্ধুদের মিলনমেলা ও চা-আড্ডা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা লালমাইয়ে বিএনপি নেতা মোবাশ্বরের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি  বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন  আইন ও সাংবাদিকতায় তাপস চন্দ্র সরকারের অনন্য পথচলা
  • ছেলের বাবা হলেন সেই ’হাবু’

    ছেলের বাবা হলেন সেই ’হাবু’
    ছবি/সংগৃহীত

    পুত্র সন্তানের বাবা হয়েছেন “ব্যাচেলর পয়েণ্টের হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। বুধবার দিবাগত রাত ৩টায় তাদের ঘর আলোকিত করে এসেছে এক পুত্রসন্তান। অবশ্য ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়েছে, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) চাষী আলম বলেন, “আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি। মা-ছেলের জন্য সবাই দোয়া করবেন, দু’জনই ভালো আছেন। সন্তানের নাম এখনও রাখিনাই। আকিকা দিয়ে তার নাম রাখা হবে।” তবে ভুল তথ্য ছড়ানোয় কিছুটা মন খারাপও তার। কন্যাসন্তান হলেও অবশ্যই খুশি হতেন জানিয়ে চাষী আলম বলেন, “অনেকেই আমার সাথে কথা না বলেই লিখেছেন, আমি মেয়ের বাবা হয়েছি। তার নাম ঠিক করেছি। আসলে তথ্য সত্য নয়। আমি ছেলের বাবা হয়েছি।”চাষী আলম গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।মা হওয়ার পর তুলতুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “নুর ফারিস্তা।চাষী আলম বলেন, “নুর মানে আলো, ফারিস্তা মানে ফেরেশতা। আমরা তো সব সময়ই বলি, শিশুরা ফেরেশতা। সেই জায়গা থেকেই স্ত্রী শব্দগুলো লিখেছেন। ফেরেশতার আলো। সেটাই অনেকে লিখেছে নাম হিসেবে। বানিয়ে ফেলেছেন মেয়ের নাম ফারিস্তা।”


    add