মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

কুমিল্লার তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

কুমিল্লার তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

 ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন নেতা। তারা হলেন- মেঘনায় তাজুল ইসলাম তাজ, লাকসামে মো. ইউনূস ভূঁইয়া ও মনোহরগঞ্জে আব্দুল মান্নান চৌধুরী। বুধবার (৮ মে) রাত ১০টায় জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
তিন উপজেলার ২০৬টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫৬ হাজার ৯৬১ জন। এতে চেয়ারম্যান ১১, পুরুষ ভাইস চেয়ারম্যান ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন।
মেঘনা উপজেলার ৪৮টি কেন্দ্রে ১ লাখ ৬ হাজার ৪৮৯ ভোটারের মধ্যে আনারস প্রতীকে ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তাজুল ইসলাম তাজ।তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমিজ উদ্দিন (লন্ডনী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১০ ভোট। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি। অপরদিকে বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার পেয়েছেন মাত্র ৮ হাজার ৪০৪ ভোট।
লাকসাম উপজেলায় ৭৮টি কেন্দ্রে মোট ২ লাখ ৩৩ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে আনারস মার্কায় মো. ইউনূস ভূঁইয়া পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট।তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা উপজেলা জাসদ সভাপতি বিকাশ চন্দ্র সাহা  দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৪৪ ভোট। 
 মনোহরগঞ্জ উপজেলায় ৮০টি কেন্দ্রে মোট  ২ লাখ ১৭ হাজার ৩৬৯ ভোটারের মধ্যে ঘোড়া প্রতীকে আব্দুল মান্নান চৌধুরী পেয়েছেন ৭৭ হাজার ১১ ভোট।তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাথেরপেটুয়া ইউপির পদত্যাগী চেয়ারম্যান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ১১ হাজার ৬১৭ ভোট। অবশ্য অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ এনে দুপুর ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
লাকসাম ও মনোহরগঞ্জে বিজয়ী দুই চেয়ারম্যান প্রার্থীই স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুসারী।