মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

অকৃতকার্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলার প্রতিবাদে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা-কর্মচারীদের

অকৃতকার্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলার প্রতিবাদে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা-কর্মচারীদের
ছবি- কুমিল্লা মেইল

রবিবার (২০ অক্টোবর) দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে কতিপয় অকৃতকার্য শিক্ষার্থী কর্তৃক শিক্ষাবোর্ডের কাছে এখতিয়ার বহির্ভূত দাবি জানিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করা এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদেরকে শারীরিক লাঞ্ছিত ও আসবাবপত্র ভাঙচুর করার প্রতিবাদে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের আবেদন জানিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন কুমিল্লা
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী,
বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মো. গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম এনালিস্ট সুব্রত মিশ্র, প্রোগ্রামার মো. হুমায়ুন কবীর, সহকারী প্রোগ্রামার সুমন রায়, সহকারী প্রোগ্রামার প্রিয়ঞ্জিত সরকার, ডাটা এণ্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো. আরিফ হোসেন, নিরাপত্তা অফিসার কেয়া রায়, কর্মচারী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. সহিদুল হক হেলালীসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।