সোমবার, ১৭ নভেম্বর ২০২৫,

শিরোনাম :
  • আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক ডাকসুতে বিজয়ী মাহবুবুর রহমানকে মুরাদনগর ছাত্র ফোরামের সংবর্ধনা প্রয়োজনে আবার ৫ আগস্টের আবির্ভাব হবে: তাহের কুমিল্লা সহ সারা দেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত “বাহ্যিক জৌলুস নয়, অন্তরের সততাই সত্য পরিচয়” কুমিল্লায় বিএনপি’র প্রার্থী কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রতিদ্বন্দ্বী দোলার জামায়াত কর্মীরা বাস স্টেন্ড, টেম্পু স্টেন্ড দখল করে নাই, চাঁদাবাজদের  চিনে রাখুর আওয়ামী লীগ হলো একটি রক্ত পিপাসু দল,কুমিল্লায় বিক্ষোভ মিছিল উক্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ ঘোষণা হচ্ছে আজ
  • বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!

    বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!
    ছবি- সংগৃহীত

    বিসিএসে চাকরি পছন্দের শীর্ষে থাকার কারণ হিসেবে নিরাপত্তা, ভালো বেতন ও সুযোগ-সুবিধা, ক্ষমতা, সামাজিক মর্যাদা এবং বাড়তি উপার্জনের সুযোগকে এগিয়ে রাখছেন চাকরিপ্রার্থীরা। একটু মজার ব্যাপার হলেও পুরুষেরা আরও একটা কারণ বলছেন। আর তা হলো বিয়ের বাজারে এখন বিসিএস কর্মকর্তার চাহিদা সবচেয়ে বেশি পাত্রীপক্ষের কাছে।আর এই বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে এসেছে। সেটি হলো, বিসিএসে সফলতায় তুলনামূলকভাবে এগিয়ে অবিবাহিতরা।সবশেষ পাঁচটি বিসিএসের ফলাফলের পরিসংখ্যান থেকে অবিবাহিতদের এগিয়ে থাকার এই তথ্য তুলে ধরেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।এই পাঁচটি বিসিএসের মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস এবং ৪০তম, ৪১তম ও ৪৩তম ছিল সাধারণ। জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সাধারণ বিসিএসগুলোতে চাকরি পাওয়া প্রার্থীদের ৮৫% অবিবাহিত। আর বিশেষ বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৫৬% অবিবাহিত।প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে বিবাহিত যথাক্রমে ৪৩.৮৮% ও ৪৫.৬৫%। এ দুটি বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৫৬.১২% ও ৫৪.৩৫%। অন্যদিকে, ৪০তম বিসিএস, ৪১তম ও ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বিবাহিত যথাক্রমে ১৪.৫৭%, ১৬.১৮% ও ১১.৫৫%। অপরদিকে এ তিনটি বিসিএসে উত্তীর্ণদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৮৫.৪৩%, ৮৩.৮২% এবং ৮৩.৪৫%।

    তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন

     


    add