মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, , ১৮ রবিউল সানি ১৪৪৬

কুমিল্লায় রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশনে বক্তারা… বিশ্বসেরা চিকিৎসক তৈরিতে রেটিনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে

কুমিল্লায় রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশনে বক্তারা… বিশ্বসেরা চিকিৎসক তৈরিতে রেটিনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে
কুমিল্লায় রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশনে বক্তারা… বিশ্বসেরা চিকিৎসক তৈরিতে রেটিনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে

মেডিকেল ভর্তিতে দেশসেরা কোচিং সেন্টার রেটিনার কুমিল্লা শাখার গ্র্যান্ড সেলিব্রেশন ২৩-২৪ বুধবার (০১ মে) নগরীর ওয়াসিস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। এছাড়াও শিক্ষক এবং অভিভাবকরাও ব্যতিক্রমী এই আয়োজনে অংশগ্রহণ করেন। শুরুতে মেধাবীদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়। এতে পবিত্র কুরআন  তেলাওয়াত  করেন ঢাকা মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী শেখ রেজাউল। শিক্ষার্থীদের উদ্যেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন রেটিনার কুমিল্লা শাখার চেয়ারম্যান ডা. সাইফুল হক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিম খানমের গর্বিত পিতা মো. সেলিম খান। বক্তারা বলেন, রেটিনা হচ্ছে চিকিৎসা পেশায় প্রবেশের অন্যতম পথপ্রদর্শক। আগামী দিনে বিশ্বসেরা চিকিৎসক তৈরিতে রেটিনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিক্রিয়া জানিয়ে মেডিকেলে চান্সপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের স্বপ্ন ছিলো মেডিকেলে ভর্তি হবো। নিজের ও বাবা-মায়ের প্রচেষ্টার পাশাপাশি রেটিনার সঠিক দিক নির্দেশনায় তা বাস্তবে রূপ লাভ করেছে। এই কৃতজ্ঞতা শেষ হবার নয়। অনুষ্ঠানে মেধাবীদের বিভিন্ন উপহার ও ক্রেস্ট তুলে দেয় কর্তৃপক্ষ। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য এ বছর মেডিকেল ভর্তিতে সারা দেশের ন্যায় কুমিল্লা শাখাও গৌরবময় সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে ৭ জনসহ দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ও ডেন্টাল মেডিকেলে ১২৩ শিক্ষার্থী চান্স পেয়েছে।